eibela24.com
মঙ্গলবার, ১৮, জুন, ২০১৯
 

 
শ্রদ্ধা কাপূরের গানের প্রশংসায় লতা মঙ্গেশকর
আপডেট: ০৪:১৫ pm ০৭-০৯-২০১৭
 
 


প্রতি বছর গণেশ চতুর্থীতে লতা মঙ্গেশকরের বাড়িতে কারা আসেন জানেন?  টেলিভিশনের জনপ্রিয় সিরিয়াল সিআইডির পুরো টিম। সুরসম্রাজ্ঞী তাঁদের আপ্যায়ন করেন, একসঙ্গে প্রার্থনা করেন আর তারপর খাওয়ান বাড়িতে বানানো গরমাগরম লঙ্কার পকোড়া।

লতা জানিয়েছেন, তিনি এখনও সিআইডির বিরাট ফ্যান। তাঁদের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, আগামী সপ্তাহগুলোয় সিআইডিতে কী হতে চলেছে।

এবার আবার শ্রদ্ধা কাপূর মা, মাসিদের নিয়ে এসেছিলেন লতার সঙ্গে দেখা করতে। সম্পর্কে তাঁরা আত্মীয়। লতা জানিয়েছেন, শ্রদ্ধার সঙ্গে ছিলেন তাঁর মা শিবাঙ্গী, মাসি পদ্মিনী কোলাপুরে ও তেজস্বিনী, ভাই সিদ্ধান্ত। শ্রদ্ধা যখন ছোট্ট ছিলেন, তখন থেকে তিনি তাঁকে চেনেন। তারকা হয়ে যাওয়ার পরেও এতটুকু বদলাননি তিনি। এখনও একইরকম উষ্ণ, ঘরোয়া, দায়িত্বশীল মেয়ে। তাঁর অভিনয় ভাল লাগে লতার। আর আনন্দের কথা, শ্রদ্ধা গানও করেন, তাও ঠিকঠাক সুরে!

তবে এবার গণেশ চতুর্থীতে বিশেষ উৎসব করেনি লতা মঙ্গেশকর পরিবার। 

নি এম