মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার আলিশাপুর গ্রামের ননী দেবের পুকুরের পূর্ব পাড় কাচা রাস্তার উপর নওশাদ মিয়া এর মুদি দোকানের পাশ থেকে ১৮৮ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জন আটক।
গতকাল ২ ডিসেম্বর শুক্রবার ২টা ২৫ মিনিটে র্যাব ৯ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এএসপি মাঈন উদ্দিন চৌধুরী এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার এএসপি মোহাম্মদ খোরশেদ আলম সহ অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট সহ ২ জনকে আটক করেন।
এরা হলেন মোঃ তোফায়েল আহমেদ পাপু (৩৪), পিতা-হাজী মোঃ আনিছ মিয়া, পূর্ব শ্রীমঙ্গল, মোঃ আঃ কালাম(৪২), পিতা-মৃত আসকাদ মিয়া, আলিশাপুর।
গ্রেফতারকৃত আসামীদ্বয় ও উদ্ধারকৃত মাদক শ্রীমঙ্গল থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন। জানা যায় মো: তোফায়েল আহমেদ পাপু সাংবাদিক নাম লাগিয়ে মাদক ব্যবসা চালিয়ে যায়। মো: তোফায়েল আহমেদ পাপু বর্তমানে অন লাইন সিসি টিভির শ্রীমঙ্গল প্রতিনিধি।
এইবেলাডটকম/কাঁকন/গোপাল
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|