ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলা জাতীয় সঞ্চয় ব্যুরোতে গত ছয় মাসে প্রায় ১০০শ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হলেও এখানে স্টাফ আছে মাত্র ৩জন। এহেন অবস্থায় প্রশাসনিক কাজে বিশাল জটিলতার সৃষ্টি হয়েছে।
সুত্র জানায়, জেলা সঞ্চয়ব্যুরো থেকে গত ৬ মাসে প্রায় শতকোটি টাকার বিভিন্ন মেয়াদের সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। প্রতিদিন পরিবার সঞ্চয়পত্র, ৩মাস মেয়াদী সঞ্চয়পত্রের টাকা তুলতে শতশত পুরুষ মহিলা সঞ্চয়পত্র অফিসে ভীড় জমায়।
এখানে মাত্র ৩ জন স্টাফ থাকায় সাধারন মানুষকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। এমনকি সকাল ৯টায় এসে মুনাফা তুলে কারো কারো দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়।
ময়মনসিংহ সঞ্চয়ব্যুরোতে একজন সহকারী পরিচালক, একজন অফিস সহকারী ওএকজন পিয়ন কাজ করে। এত অল্প স্টাফ দিয়ে শতশত সঞ্চয়পত্রের ক্রেতা সামলানো কঠিন হয়ে পড়ে।
এ তিন জনের মধ্যে একজন কোন কারনে ছুটিতে থাকলে ভোগান্তি যেন পাহাড়সম হয়ে যায়। জেলার কোন ব্যাংক নিয়ম থাকা সত্তেও সঞ্চয়পত্র বিক্রি করা হয়না।
যার ফলে সম্স্ত চাপ এসে পড়ে সঞ্চয় অফিসের উপর। এ ব্যাপারে সঞ্চয় অধিদপ্তরের ডিজি বাবুল সাহার সাথে আজ যোগাযোগ করা হলেও তিনি স্টাফ সমস্যার কথা স্বীকার করে বলেন সারা দেশেই সঞ্চয় অফিসে এ সমস্যা আছে।
অচিরেই স্টাফ নিয়োগের ব্যবস্থা করা হবে। অথচ দীর্ঘদিন যাবৎ এ অচলাবস্থা চলছে। ভোক্তভোগীদের প্রত্যাশা ব্যাংকের মাধ্যমে সঞ্চয়পত্র বিক্রির ব্যবস্থা এবং সঞ্চয় অফিসগুলোতে প্রয়োজনীয় স্টাফ নিয়োগ দিয়ে ভোক্তভোগী সাধারন মানুষের সমস্যার সমাধানে ব্যবস্থা নিবেন।
এইবেলাডটকম/রবীন্দ্র নাথ/গোপাল
![]() |
সম্পাদক : সুকৃতি কুমার মন্ডল খবর প্রেরণ করুন # info.eibela@gmail.com ফোন : +8801517-29 00 02 +8801711-98 15 52 a concern of Eibela Foundation |
|