রাজধানী ঢাকাতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৪৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল শুক্রবার সকাল ছয়টা থেকে আজ শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অভিযান চালিয়ে আসামি গ্রেপ্তার করেছে। এই ঘটনায় আসামিদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা হয়েছে।
ডিএমপির সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার হওয়া আসামিদের কাছ থেকে ১২ হাজার ৪৬০ পিস ইয়াবা, ১১৫ গ্রাম ৩০ পুরিয়া হেরোইন এবং ২২ কেজি ৮৩৯ গ্রাম ১১ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
এইবেলাডটকম / মভশ
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com